কবিতায় পদ্মা-যমুনা তে শুভঙ্কর চট্টোপাধ্যায়

দুঃখকে সাজাতে হয়
কল্পিত বিষাদ তুমি এঁকে দাও কবিতায়,গানে।
অলীক কষ্টের মায়া চোখে রাখো,
যে জানে, সে জানে।
অপ্রাপ্তির মায়াজলে ভেসে যাও রাতের আলাপে
এত মন ভাঙো,তবু
কখনো ভাসো না অনুতাপে।
দুঃখকে সাজাতে জানো,
ব্যথা লেখো দেওয়ালে দেওয়ালে,
যন্ত্রণার বালাপোষে উষ্ণ হও প্রত্যেক সকালে।
বিভিন্ন সম্পর্ক রাখো ভিন্ন থেকে ভিন্নতর খাপে,
নিজেকে বিশেষ ভাবে
প্রত্যেকেই নতুন আলাপে।
বাউলতত্ত্বের মতো আলোছায়া তোমার জীবনে,
যে দুঃখ টাঙিয়ে রাখো,
ছায়া তার পড়ে না কি মনে?