কন্যের সাজে সোমা চট্টোপাধ্যায় রূপম
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
সাজাবো যতনে
আজ বরং কথা বলি কপি কিছু প্রয়োজনীয় টিপস্ নিয়ে যা সাহায্য করবে আপনাকে আরও বেশিক্ষণ সুন্দরী থাকতে…
১. লিপস্টিকের ওপর পাউডার পাফ করে নিন। বেশিক্ষণ স্টে করবে।
২. মেকাপ করার আগে ক্লিনজিং করে টোনার লাগিয়ে নিন। মেকাপ ন্যাচারাল দেখতে লাগবে।
৩. একটি পাত্রে লেবুর রসের সাথে জল মিশিয়ে চুলে স্প্রে করে নিন। দুর্গন্ধ দূর হবে।
৪. কালো স্পটের ওপর সাদা চন্দন বেঁটে লাগিয়ে নিন। দাগ কমে যাবে।
৫. ফিট থাকতে রোজ একটা করে শশা খান। অবাঞ্ছিত চর্বি দূর হবে।