মার্গে অনন্য সম্মান সুমিতা চৌধুরী (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ১২৬
বিষয় – নতুন সাজে প্রকৃতি

বৃষ্টি সনে

কদিন ধরেই মেঘেদের আনাগোনা,
অকাল বর্ষণে মেতেছে যেন প্রকৃতি।
চৈত্রের এই তপ্ত প্রহর মাঝে,
একটু যেন শীতলতার বিরতি।

ব্যস্ত শহর দগ্ধতার অবসরে,
ভিজছে খানিক মনের আবেশে।
নিচ্ছে কতক সোঁদা মাটির বাস,
ছুটির দিনে অবিন্যস্ত এলোকেশে।

শার্সি জুড়ে বৃষ্টির আলপনা,
মনের ঘরে উদাসী বাউলের ডাক,
নিরালা দুপুরে কপোতের ডানায়,
ইতি উতি স্মৃতিরা ঝরছে টুপটাপ।

কোথায় বুঝি ময়ূর মেলেছে পেখম,
ভালোবাসার আদ্রতায় ভিজে।
মেঠো বাঁশির রাখালিয়া সুরে,
বসন্ত হারিয়েছে আপনাকে আজ নিজে।

টিনের চালে জলতরঙ্গের রেশ,
মননদীতে মিঠে জোয়ার তোলে।
মনের পানসি যায় যে কোথায় ভেসে,
কোন অচিনপুরের দুয়ার না জানি খোলে!!

Spread the love

You may also like...

error: Content is protected !!