আমাদের এক একটি রঙিন পাতার জন্ম…আমাদের হইচই লেখকরা – ২
শিশুতোষ কবিতা, ছড়া, ভ্রমণ, আঁকা, এগুলো তো শুধু পাতা সাজানোর উপকরণ নয়, আমাদের প্রত্যেক লেখক নিজেদের কল্পনার মায়াময়তা মিলিয়েমিশিয়ে বৃষ্টি করেন ম্যাজিক; ম্যাজিকের জাদু পালক, জাদু পালকের ম্যাজিক স্পর্শ, ঠিক যেরকম সমীরণ সরকারের ধারাবাহিক উপন্যাসটি শিশু-কিশোরদের জীবনে আজও জাদুর বিস্তার করে চলেছে এক মুগ্ধ অনুরণনে। অন্যদিকে, লেখক সুদীপ পাঠকের কলমে পরিবার, শ্রদ্ধা, পড়াশোনা ইত্যাদির সাথে সাথেই উঠে এসেছে জীবনসংগ্রামের এক অনবদ্য লড়াই। বুন্দির অলৌকিক চশমা শুধু বুন্দির জীবনের গল্প নয়, বরং এক দূরদৃষ্টির গল্প, দৃষ্টির ক্ষীণতা থেকেই দেখার তীক্ষ্ণতার গল্প। জিতে যাওয়ার গল্প।
শিশুদের মনোরঞ্জনের জন্য জীবনধর্মী লেখা সৃষ্টি কেবলমাত্র মুখের কথা নয়, তার মধ্যে লুকিয়ে থাকে নিত্যনতুন আলোচনা, সামাজিক, বিজ্ঞান, ইতিহাস-বিষয়ক, সাহিত্য এবং জীবনধর্মী আলোচনা। আমাদের লেখকরা তাদের জীবন থেকে আহরণ করা মুহূর্তগুলি দিয়ে একের পর এক সাজিয়ে তোলেন ফুলেল গুচ্ছ। আরিফা খাতুনের ভূতের গল্প শুধু ভয়ের নয়, তার সাথে কিশোর বয়সের ভালোলাগায় মিশে রয়েছে তাতে। এই জীবন, পরজীবন সব মিলিয়ে একটি মানুষের জীবনের অদ্ভুত এক প্রতিচ্ছবি।
এই সপ্তাহেও, আমাদের লেখকরা তাদের লেখায় সাজিয়ে তুলেছেন আমাদের সাহিত্য হইচই-এর পাতাটি, সাথে রয়েছে দুর্দান্ত সব আঁকা। আপনারা আমাদের ভয়ের, গা-ছমছম সংখ্যার জন্যেও লেখা, আঁকা পাঠাতে পারেন। মেইল করুন-