সম্পাদকীয়

কমিক্স এবং ছোটবেলা: ফিরে দেখা
গোটা বিশ্বজুড়ে কমিক্সের সর্বজনপ্রিয়তা, সেটা আমাদের টিনটিনই হোক কিংবা ঘরের ছেলে বাঁটুল, হাঁদা-ভোঁদা, নন্টে ফন্টে অথবা চাচা চৌধুরী আর সাবুর কান্ডকারখানা, ছোটবেলা ফিরে পেতে গেলে সেই কমিক্স বইগুলোর গন্ধ আজও আঁশটে হয়ে যায়নি, আর তাদের রংগুলোও একটুও ফিকে হয়নি। দুরন্ত, জেটসেট গতিতে ছুটে চলা, ভাইরাল হয়ে যাওয়া শৈশব, ক্যামেরার ফ্ল্যাশের মুহুর্মুহু বন্দিদশা-সব মিলিয়ে আপাতদৃষ্টিতে আজকালকার ভরা শৈশব বা কৈশোর হয়তো একটু অন্যরকম। কিন্তু ঐযে বললাম, আমাদের নন্টে-ফন্টের সাথেই রয়েছিলো আমাদের ব্যাটম্যান, সুপারম্যান আর স্পাইডারম্যান, আমাদের শৈশবের উড়ুক্কু ভালোলাগা, এডভেঞ্চার আর সবরকম দুষ্টুমির আর কল্পনার উড়ানের রসদ। বিশ্বসাহিত্যে নিঃসন্দেহে ক্রিটিকাল দিকগুলোতে দেখতে গেলে, অথবা তার্কিক পর্যবেক্ষণের মধ্যে দিয়ে গেলে আমরা বুঝতে পারবো কমিক্সগুলির চাহিদা, যোগান, চরিত্র, ঘটনাবলী, সাদাকালো এডভেঞ্চার, ভালো চরিত্র, খারাপ চরিত্র সব মিলিয়েই সামাজিক অবস্থান এবং কৈশোরে বেড়ে ওঠাকে অনেকটাই সাহায্য করে।

(ফটো সৌজন্য: গুগল ইমেজেস)
বাধ্যতামূলকভাবে কমিক্সগুলির কাছে ফিরতে আমাদের হয়ই, এবং খরচের দিকটা বলতে গেলে প্রথম সংস্করণে হাজার হাজার টাকা ব্যয় না করেও সাহিত্য, দর্শন এবং শিল্পের দুর্দান্ত কাজের প্রশংসা করাও সম্ভব। তবে কমিক্সের সাথে আমাদের সম্পর্কের পিছনে এক ধরণের প্রত্নতাত্ত্বিক ড্রাইভ রয়েছে, সম্পূর্ণরূপে বড় না হওয়ার অপ্রতিরোধ্য ইচ্ছায় মিশ্রিত এক অনাদায়ী নস্টালজিয়া বলা যেতেই পারে। শিশুসুলভ কথা বলার মাধ্যমে আমরা এই ঘটনাটি বাতিল করে দিই। তবে এটি নিজেকে জানারও একটি বিষয় এবং মানসিক স্থায়ীত্বের এবং চিন্তার প্রসারতার বিষয় যা আমরা আমাদের ভিতরে রাখি এবং কমিকগুলি আমাদের সহজেই সন্তুষ্ট হতে দেয়।

(ফটো সৌজন্য: গুগল ইমেজেস)
১৯৭০ এর দশকের পর থেকে অনেক আধুনিক কমিক্সে , উদাহরণস্বরূপ, নায়করা আর অদম্য – তারা বয়স বা তাদের নিজস্ব ভঙ্গুরতায় প্রভাবিত হয়। কমিক বইয়ের চরিত্রগুলি ক্রমবর্ধমান রৈখিক সময়ে ধরা পড়ে, যা তাদের প্রভাবিত করে এবং তাদের রূপান্তর করে, যেমন এটি আমাদের প্রত্যেককেই করে। অন্যের সাথে সম্পর্কগুলি তৈরি করা হয় এবং পুনর্নির্মাণ করা হয়, আঘাতগুলি প্রকৃত যন্ত্রণার কারণ হয়, নায়কগণ সহ তারা মারা যায়। এবং বেশিরভাগ আধুনিক কমিক্সেই আমরা দেখতে পাই তারা পৌরাণিক কাহিনীগুলিকে ত্যাগ করেছে।

(ফটো সৌজন্য: গুগল ইমেজেস)