গল্পেরা জোনাকি তে সুজিত চট্টোপাধ্যায়

অভিজ্ঞতা

কলেজ থেকে ফিরছি। বাস কন্ডাকটর টিকিট চাইতে পকেটে হাত ঢুকিয়ে দেখি পকেট ফাঁকা। অথচ তা হবার কথা নয়। মানিব্যাগে মানি থাকুক না থাকুক , বাস ভাড়ার পয়সা রাখতেই হয়। ওটা নিত্যকার পাড়ানির কড়ি।
এ পকেট ও পকেট হাঁতড়ে বিফল হয়ে কন্ডাকটর কে বললাম
” ভাই , কিছু মনে কোরো না। টিকিটের পয়সা দিতে পারবো না। আমার পকেটমারি হয়েছে। মানি শুদ্ধ মানিব্যাগ হাওয়া। সরি ভাই “
মাঝ বয়সী কন্ডাকটর মুচকি হেসে বললো
” কোন ব্যাপার নয়। তুমি কলেজ ষ্ট্রীট নামবে তো? ভাড়া কালকে দিয়ে দিও। “
ভীষণ রকম অবাক হলাম। ও আমাকে চেনে নাকি ? অবিশ্যি প্রায় আড়াই বছর একই রুটে সকল বিকেল যাতায়াত করছি। হয়তো মুখ চেনা। যাইহোক এমন অযাচিত প্রস্তাব সাগ্রহে ধন্যবাদ সহযোগে গ্রহণ করলাম , নইলে শোভাবাজার থেকে কলেজ ষ্ট্রীট হেঁটে আসা ছাড়া উপায় ছিল না।
তবে মজা লাগছিল এই কথা ভেবে , বাসে ধার বাকী কারবারের প্রথম খদ্দের সম্ভবত আমিই। কেননা বাসে টিকিট ফাঁকির গল্প অনেক শুনেছি কিন্তু ধার বাকী এক্কেবারে আনকোরা অভিজ্ঞতা।
অবিশ্যি অবাক হবার আরও খানিক বাকি ছিল।
গন্তব্যস্থলে নামতেই সেই কন্ডাকটর গলার স্বর খাটো করে বললো
” তোমার পকেট মারা হচ্ছিল সেটা আমি দেখেছি। স্টুডেন্ট দেরও ছাড়েনা হারামখোর গুলো । “
হতবাক হয়ে বললাম
” সেকী! তাহলে তখনই বললেন না কেন? “
পানের ছোপ ধরা দাঁত ওয়ালা মুখে অদ্ভুত এক হাসি ছড়িয়ে সে বললো
” আরে ভাই , এই পথে আমাকে সকল থেকে রাত পেটের ভাত যোগাড়ের জন্যে দৌড়ে বেড়াতে হয়। চোর গুন্ডাদের সঙ্গে পেরে উঠবো না। ঘরে পরিবার আছে , তাদের কথাও তো ভাবতে হবে। “
বাস চলে গেল তার লক্ষ্যে। বাড়ি এসে ভাবছিলাম , আর মাত্র কয়েক মাস তারপরই কলেজের পাঠ শেষ হয়ে যাবে।
কিন্তু জীবনের বাস্তব শিক্ষার বোধকরি কোনও শেষ নেই। শেষনিঃশ্বাস পর্যন্ত।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।