দিব্যি কাব্যিতে সুতপা ব্যানার্জী (রায়)

বৈপরীত্যের গ্রহকাল
সীমানার কুশলতা আঁকা থাকে অসীমের অন্তরে,
উদাত্ত চাওয়া ঘনীভূত হয় ত্যাগের আড়ালে,
ভীষণ পাওয়ারা কালবৈশাখীতে মিলায় না পাওয়ায়,
অর্জনের স্বাধীনতা লেখা থাকে পরাধীনতার সমর্পণে,
যৌথের গড়ে ওঠা কখনও থামে একার ভাঙনে,
পরিমাপের সুখ থাকে পরিমার্জনের প্রত্যাশায়,
উচ্চকিত শব্দও হারায় হাজার শব্দের ভিড়ে,
আন্তরিক মিলন সমাপ্ত হয় ঠুনকো বিচ্ছেদে,
আলোর নিকাশি নালায় ওৎ পেতে থাকে অন্ধকার,
নির্জনতা ধুয়ে যায় সজনের হঠাৎ চাওয়ায়,
এইভাবে বৈপরীত্যের দোলায় গ্রহকাল শেষ হয়,
অস্ফুট আর্তনাদে তা সমার্থক হয় জীবনে।