T3 নববর্ষ সংখ্যায় সুদীপা বর্মণ রায়

ভরা চৈত্রমাস

বুকের মাঝে তীব্র দহন
সেথায় ভরা চৈত্র মাস।
শুনশান পথ,নগ্ন চরণ
চোখ ঝলসানো বৈরাগী আকাশ।

পুরুষ কোকিলের মরমী আর্তনাদ
ছড়ানো পলাশে, গোপন শোণিতধারা।
চৈত্র শহরে বেমানান আবেগ
অকারণ আয়োজন, অসহিষ্ণু কাব্যধারা।

অথচ সবই আছে সাজানো।
ঘর বারান্দা ,বেলোয়ারি বৈঠকখানা
সাজানো আসর,পাতানো সম্পর্ক
আয়েশি মজলিস , জমকালো সামিয়ানা।

কতোটুকুই প্রয়োজন চাতক হৃদয়ের !
মেটাতে দাবদাহ এ বসন্তের
তপ্ত দুপুরে, কোথাও থাকুক
আন্তরিক আয়োজন নব বর্ষের।

শুকিয়েছে যত নবীন মুকুল
নিঃসঙ্গ দুপুরে ক্লান্ত শহরে,
অনামী কবির সোচ্চার পাঠে
ফিরুক প্রাণ নতুন বছরে।

ছেড়ে যাবে চৈত্র শেষে
কত প্রিয়জন, প্রয়োজন মিটিয়ে
নব বরষে হালখাতা শেষে
কত কবিতা যাবে ফুরিয়ে।

তবুও কিছু থেকে যায়,
আলাপী বিকেল, লালচে সোপান।
ভুলে যাওয়া মাঠ ঘাট,
কালবৈশাখী শেষে অঝোর বৃষ্টিস্নান।

থেকে যাবে চৈত্রের আকুলতা
সন্ন্যাসীর মত অটুট নিবেদনে।
নব কলেবরে নব চেতনায়
ফিরতে চাওয়ার মরিয়া আবেদনে।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।