মার্গে অনন্য সম্মান সুতপা ব‍্যানার্জী(রায়) (সর্বোত্তম)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৮৯
বিষয় – মৌলিক অধিকার

অধিকার

অনাদি কাল হতে শত শত হস্তে ফেরে
বাঁচার তাগিদের সুস্পষ্ট দাবী অধিকারের,
কত বিপন্ন রজনী, কত হা-ক্লান্ত দিনের
ইতিহাস রচিত হয়, পাষাণ শিলালিপি,
কিংবা মর্মর প্রাসাদে, উচ্চাকাঙ্খার
হোমানলে, রক্তের স্বাক্ষরে, তবুও
গতি পায় বাঁচার দাবী, স্তিমিত, অবদমিত,
দ্বিগুণিত আবেগে ফিরে ফিরে আসে,
কখনো বর্ণের ক্লেদে, কখনো অর্থের অসাম‍্যে,
রচনা-রহিত কাব‍্যকথা গদ‍্যের প্রকাশে,
তবুও আসে, ধ্বনিত হয় উদ্দীপিত মিছিলে,
কখনো মৌন, কখনো সবাক, আস্ফালিত
রক্তচক্ষুর আবরণে, বিচারের পরাকাষ্ঠায়
অবিচারের বাণী, প্রতিধ্বনিত জিজ্ঞাসায়,
নিরুত্তর উচ্চারণে, উদাসীন প্রশ্নের সমুখে;
শিক্ষার অধিকার, অন্নের অধিকার,
আরো কত শত নাম তার, ভুখা পেট,
বোঝে না কবিতার ভাষা, উৎপন্ন ফসলের
প্রতিটা দানায় স্রষ্টার নাম, আগ্রাসী গ্রাসের
গহ্বরে পরজীবী হয় শাসকের চিরকেলে নাম,
পরিচয়ের অন্ধকারে, পেশীর আস্ফালনে
চাপা পড়ে, দিনলিপি হয়ে বেঁচে থাকে,
লিঙ্গ নির্বিশেষে দুর্বলের পরে,
মুখ ঢাকে ইতিহাসে, ঠাঁই হয় রঙিন ফলকে
একদিন যে নিয়েছিল কেড়ে, দেবত্ব প্রাপ্তির
গোলানো আবেগে, ভ্রুকুটির বেশে,
লিপ্ত কালিমায় ঢাকা পড়ে যায় দাবীর সারবত্তা।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।