মার্গে অনন্য সম্মান সুদেষ্ণা ভট্টাচার্য্য চৌধুরী (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা নং – ১০৮
বিষয় – জগদ্ধাত্রী পূজা
জগদ্ধাত্রী মা
দুর্গা,লক্ষ্মী,কালীমায়ের পূজা যখন সারা-
জগদ্ধাত্রী আসেন তখন ধন্য করে ধরা।
দুর্গা মায়ের আরেক রূপ দেবী জগদ্ধাত্রী-
উপনিষদে নাম তাঁর উমা হৈমবতী।
কার্তিক মাসের শুক্লা নবমী মায়ের পূজার তিথি,
কৃষ্ণচন্দ্র সূচনা করেন মাতৃ-পূজার রীতি।
কৃষ্ণনগর,চন্দননগরে জনপ্রিয় মাতা-
দুর্গাপুজোর প্রায় অনুরূপ মায়ের পূজার প্রথা।
সিংহবাহিনী সালংকারা মঙ্গলময়ী মাগো,
জগৎ তুমিই ধারণ করো,মাতৃরূপে জাগো।