কবিতায় সায়নী ব্যানার্জী

সেই মুখ

সে খোলা চুল,সাঁঝবাতি-সাজঘরে-
কাজলে লুকোয় মনের আসল রূপ,
কতজন তাকে বলতে চেয়েছে রোজ-
ওই আলগা খোঁপায় গোলাপ মানাবে খুব l

তাকে নিয়ে গল্প লেখা কাজ
তাকে নিয়ে ক্যানভাস রাঙা হয়,
কখন কোথায় ছিনতাই হয়ে যায় !
মনের ভিতর মন হারানোর ভয় l

মণ্ডপ জুড়ে ধুনোর মায়াবী ঘোর,
হাতে হাত অজান্তে ছুঁয়ে গেলে,
মুহূর্ত চাই দীর্ঘ হোক আরও- হয়তো
না বলা কথা তুমিও শুনতে পেলে l

শাড়ীর কুচি ভুল হয়ে যায় পথে,
পাশ কেটে যায় দেখেও না দেখা চোখ-
ম্যাডক্স স্কোয়ারে যত আলো ভিড় করে,
তার সবটাই আজ তোমার জন্য হোক l

আমি প্রেমে পড়ি বারবার ওই ঠোঁটে,
মণ্ডপ,প্রতিমা সবটাই আজ বোঝে-
শহর জুড়ে পুজোর গন্ধ এলে, ভিড়ের
মাঝে প্রেমিক শুধু একটা মুখই খোঁজে ll

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।