T3 || লক্ষ্মী পুজো || সংখ্যায় শুভ্র বন্দ্যোপাধ্যায় (কাল্পনিক)

পূর্ণ হোক মানব জীবন
আজ যে কোজাগরী লক্ষ্মী পুজা
সারা বছরের ধন দৌলত পেতে এই পুজা,
মা লক্ষ্মী আসুন প্রতি ঘরে ঘরে
পূর্ণ করুক সকল মন বাসনারে।।
দারিদ্রতা মুছুক ঘরে ঘরে
অলক্ষ্মীরে বিদায় করি চিরতরে,
জ্ঞানের আলোয় ভরুক এই ভুবন
ধন দৌলতে পূর্ণ হোক প্রতিটি মানব জীবন।।
পূণ্য করুক ইচ্ছা আর মন বাসনা
পূণ্য করুক জীবনের মন কামনা,
মা লক্ষ্মীর কৃপায় ধন্য হোক মানব জীবন,
শুভ চেতনায় বিকশিত হোক প্রতিটি মন।।