T3 || লক্ষ্মী পুজো || সংখ্যায় সৌমিত বসু

ঘুম
তোমায় প্রথম চুমু লক্ষ্মীপুজোর গায়ে লেগে আছে।
চারিদিকে ফটফটে জোছনা, দিনের চেয়েও যেন আলোকিত মনে হয়।
দূরে বাদার ভেতর দিয়ে
পায়ে চলা কঙ্কালের পথে
আবিষ্কার করেছি তোমাকে।
জনমানবহীন প্রান্ত জুড়ে
তোমার ঠোঁটের ওপর কার ঠোঁট এসে পড়েছিল?
তারপর কতবার জোছনা এসে গাল বেয়ে ঝরে গেছে,
তারপর এইপথে কতজন হারিয়েছে চুমু
একটি জোৎস্নারাত আজো আলো হয়ে শুয়ে আছে বুকের ভেতর
পারলে গোপন হয়ে জাগাও তাহাকে।