T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় মাথুর দাস

শারদোৎসব

 

শারদ পূজার পারদ চড়েই দুর্গাপূজায় বেশি,

দূর গাঁ থেকে শহর নগর হয় না খুশির শেষ-ই ।

 

পূজা মানে তো সাজগোজ আর খানাপিনা হৈচৈ,

ঘ্যাম্-বাঙালি জ্যাম্ করে ঝলমলে সব মন্ডপে ঐ ।

 

জমাট ব্যবসা কারবারির আর কম আঁট হয় পকেট,

বার বারই তা ফাঁপায় ফোলায় মিডিয়াকুলের রকেট ।

 

দাম বেড়ে যায় সবকিছুরই নাম কিনে নেয় উৎসব,

হাসিমুখে দুঃখ ঢাকি সম্বছরের রুক্ষতারই খুঁত সব ।

Spread the love

You may also like...

error: Content is protected !!