কবিতায় সায়নী ব্যানার্জী

দৃষ্টি
জীবনের সব অনুভূতি গোপন
এক বাক্সে ভরে রাখলে,
বুকের ভিতর হতে থাকা এক তীব্র
আর্তনাদে ঘুম ভাঙে রোজ l
বারবার হেরে যাওয়ার গল্প আমি
শোনাতে চাই না বলে,তালাটা রোজ
মনে করে লাগিয়ে দিই l
চাবিটা মাঝে মাঝে ইচ্ছে করে হারিয়ে
ফেলতে চাই l
রাত্রি যত দীর্ঘ হয়,ঘুমের ভিতর
কেউ যেন চিৎকার করে কিছু বলতে
ছুটে আসে-
আমি তাকে বারবার অগ্রাহ্য করে
যখন সেই বাক্সের সামনে দাঁড়াই,
দেখি-
ওরা ছন্দ হয়ে আমার জিতে যাওয়ার
কবিতা বলে চলেছে অনর্গল l
জয়ের কবিতা l প্রেরণার কবিতা l
বুঝতে পারি, ততদিনে হেরে যাওয়ার কথা ভেবেই নষ্ট হয়ে গেছে আমার
অনেক অনেক রাত …