ক্যাফে কাব্য -তে সায়র ব্যানার্জী

কবির চাইতে কবিতা লেখক হিসেবে নিজেকে তুলে ধরতে বেশি পছন্দ করি। আর স্বপ্ন নিজের লেখা গল্প ও চিত্রনাট্যে একটা সফল ছবির অংশ হওয়া।

তোমাকে নিয়ে লেখা

তোমার কাজল কালো চোখ নিয়ে কোনো কবিতা আমার নেই
তুমি ঠোঁটে ম্যাট না গ্লজি লিপস্টিক প্রেফার করো
সেটাও আমাকে ভাবায় না কখনো।
তুমি কাছে এলেই যেই পারফিউমের গন্ধটা আসে? তা কোন
ফুলের তা তোমার থেকে জানা হয়ে ওঠেনি;
তুমিও বলোনি অধিকাংশ মেয়ের মত তোমারও চকলেট আর গোলাপে
রাগ ভাঙে কিনা
ওয়াও মোমোর চেয়ে তোমার যে ফুটপাতের ফুচকাটাই প্রিয় তা
অবশ্য বুঝেছি সেই ফুচকাওলার তোমার ইনস্ট্রাকশনে নাস্তানাবুদ
অবস্থা দেখেই-
তবে তাতেও আমার তেমন কিছু যায় আসে না বিশেষ।
যায় আসে না তোমার শাহরুখ প্রিয় না সালমন;
শুধু যায় আসে, অসহায় লাগে,
তখনই, যখন ভাবি- তোমার একশো তিন জ্বর মাখা ফ্যাকাসে ঠোঁটে এক শীতে সারারাত ধরে অচেনা পুরুষের নাম ফুটেছিল কেবল।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।