সাতে পাঁচে কবিতায় শীতল বিশ্বাস

স্বাগতম্
চাই গো যেতে চাই যে যেতে চাই যে বহু দূর
বৈরাগী মেঘ ডাকছে বিকেল সামনে সমুদ্দুর
মালসা ভরা ভালবাসা কিন্তু অবিশ্বাসে
কেমন করে ডাকবো তাকে নিশ্বাসে বিশ্বাসে
থালা ভর্তি সবই তোমার নোলা ভর্তি আশা
উলু বনে ছড়িয়ে দিলাম আমার ভালবাসা
ইচ্ছে হলে নাও কুড়িয়ে অনিচ্ছায় সুদূর
যাচ্ছি আমি এসো তুমি সেই তো হৃদয়পুর