T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় সজল বন্দ্যোপাধ্যায়

এখনও সময় পেলে
এখনও সময় পেলে আকাশের তারা গুনি।
চাঁদটাকে দেখি অপলক দৃষ্টিতে
দেখি নদীর কুলকুল বয়ে চলা
শুনি জাল ফেলার ছপ ছপ শব্দ।
ভরা দুপুরে শুনি বাউলের একতারার টুং টাং
কখনও কাকেদের কর্কশ ‘ক্যা ক্যা’ কলরব
কিংবা নির্জনতার দীর্ঘশ্বাসের নিশ্চুপ পদধ্বনি।
এখনও হয়তো বেঁচে আছি আমি
তাই গাছেদের ফিসফিসানি শুনি
দেখি মানুষের হানাহানি আর রক্তপাত।
এখনও সময় পেলে অপেক্ষায় থাকি
জানি সেই গাড়িটা একদিন আসবেই
যাতে চড়ে আমি চলে যাব সময়হীন দেশে।