T3 || বাণী অর্চনা || বিশেষ সংখ্যায় সোমনাথ মুখার্জ্জী

শপথবাক্য“
সূর্য যেমন উদিত হয়, নতুন ভোরের সাথে,
তেমনি নতুন জগৎ গড়ার সুযোগ মোদের হাতে।
সময়ের সাথে পাল্লা দিয়ে, এগিয়ে যাওয়ার পালা,
ক্ষীন আলোকে খুজে নেব, ভাঙবো আঁধারের তালা।
নতুন ভাবে, নতুন করে করবো আবার শুরু,
যুক্তি দিয়ে লড়বো মোরা, কুচকাবো না ভুরু।
ক্ষনে ক্ষনে, অনেক বাঁধা আসবে সন্মুখে,
লড়াইয়েতে থাকবো মোরা, পড়বোনা আর ঝুকে।
সফলতার সিড়ি যতই হোক নাকো দূর্গম,
এগিয়ে যাবো তীব্র বেগে, ফেলবো নাকো দম।
হাতটা করে মুঠো, এবার চলো শপথ করি,
সততার সাথে মেলাবো কাঁধ, কভু নাহি যেন ডরি।।