মার্গে অনন্য সম্মান  শুক্লা বিশ্বাস (যুগ্ম সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
পাক্ষিক প্রতিযোগিতা পর্ব – ১১
বিষয় : স্বপ্ন উড়ান
তারিখ : ১২/০৯/২০২০

 ইচ্ছে ডানায়

ইচ্ছে ডানায় পরশ নিয়েই চলেছি যে ভেসে,
দূর অজানায় সপ্ত সিন্ধুর স্বপ্নপুরীর দেশে।
যেথায় ঐ স্বপ্নময়ীর সাজানো রাজ প্রাসাদ,
চমকে গিয়েই পিছু হটলেই হবে তো বরবাদ।
স্বপ্ন দেখা হয়যে শুরু সেই ছোটবেলা থেকে,
মায়ের কোলের নিচে, কঠিন পথটাই বেঁকে।
চলছে শিশু টলমল, অনেক পথ সে যাবে,
পৌঁছে যাবে শেষ প্রান্তের,স্বপ্ন যখন ছোঁবে।
স্কুল কলেজে স্বপ্ন উড়ান নয়তো ছেলেখেলা,
শত জনের মধ্যে বুঝি এগিয়ে যাবার বেলা।
নাইবা হলেম প্রথম জনা, স্বপ্ন দেখা মানা?
পেড়িয়ে যাবো তেপান্তর সাক্ষী ইচ্ছে ডানা।
স্বপ্ন উড়ান শিখিয়ে তোলে মনের অগোচরে,
পথের সাথী পিছিয়ে সেথা অনেক পিছু পড়ে।
জীবন খাতায় নিজের লেখা স্বপ্ন সুধায় ভরা,
স্বপ্ন সুখে হাওয়ায় যাবো কাঁদবে বসুন্ধরা।
দুচোখে যে রঙিন আশায় পূর্ণ ষোলোকলা,
বুকের মাঝে স্বপ্ন কথায় যায় না সকল বলা।
এগিয়ে যাবো সহস্র মাইল স্বপ্ন উড়ান বেয়ে,
সাদা মেঘের শুষ্ক বাতাস আসবে বুঝি ধেয়ে।
জীবন ভীষণ গতিমুখী যায়না সেথায় জানা,
ভাবনাগুলি ভিন্নধর্মী, শোনে নাতো মানা।
স্বপ্ন উড়ান থামবে যবে, থাকবো নাতো কেউ,
নভশ্চরে কল্প পথে হারাই সব বেদনার ঢেউ।।
Spread the love

You may also like...

error: Content is protected !!