কবিতায় বলরুমে সুমালিকা ভট্টাচার্য্য

স্বপ্নের দেশে

শহর জুড়ে আলোর হাতছানি
উড়ছে হাওয়ায় স্বপ্নের টুকরো রাশি রাশি।
কিছু কুড়িয়ে নিলাম ,
কিছু হাওয়ায় ভেসে গেলো দূরে ,
আমি তাকিয়ে রইলাম ,
চলতে থাকলাম,
সেই অসীমের খোঁজে,
যেখানে স্বপ্নেরা ঠাই খুঁজে পাবে,
, আলোর পাহাড়ের দেশে,
গড়ে উঠবে তখন
এক নতুন স্থাপত্য,
রামধনুর সাতটি রঙ ,
মিশবে হেসে, বাস্তবের মাটিতেই।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।