রাই সিরিজের কবিতায় সুব্রত ভট্টাচার্য (ঋক তান)

নির্লিপ্ত মন
এখন আর মন ঘুড়িটা উড়তে চায় না
অনিচ্ছা সত্বেও দিয়েছি উড়িয়ে
ও কেমন খোলা আকাশের নীচে
উড়ছে তো উড়ছে
উড়ুক না!!
বেহিসাবি ঐ সীমানা ছেড়ে
হাওয়ায় মিশে একাকার হয়ে
যেতে চায় অনেক দূরে —
তা-যাক্ না!
আমি কোনো অভিমান করিনি
তোমার কাছে কোনো দাম চাইনি
অভিযোগের কোনো মূল্য পাইনি
আমার বোঝার মন ভাবাই নি
মন ঘুড়িটা কেমন উড়ছে
উড়ছে উড়ুক —
আমায় ভাবায় না!
এইভাবে কতগুলো রাত কেটে গেছে
কিছুটা ছাপ হৃদয়ে মিশে আছে
কিছু অনুভব মন ধরে রেখেছে
আবার কিছু সুখ হারিয়েছে।
লাটায়ের সুতোগুলো গল গল
করে বের হচ্ছে —
তো কি হয়েছে
তা বেড়ুক-না!
আমি তো জীবনটাকে করিনি মূল্যায়ন
আতর চন্দনে করিনি আয়োজন
কখনো মধুমাখা স্মৃতি ভাবেনি এ- মন
পুঞ্জীভূত অভিমান নির্লিপ্ত থেকেছে সারাক্ষণ।
সকাল, দুপুর,সন্ধ্যায় মন ঘুড়িটা উড়ুক না
অনিচ্ছা সত্ত্বেও দিয়েছি উড়িয়ে
এলোমেলো উড়ুক উড়ুক
তাই-তো আর ভাবি না!
অন্য কারো নজরদারি ওতো সেটা চায়না
নিজের মাঝে আমিই আমার সামনের আয়না!