T3 || সমবেত চিৎকার || বিশেষ সংখ্যায় সংযুক্তা বন্দ্যোপাধ্যায়

ধর্ষণতন্ত্র
উঠেছে ঝড়, হচ্ছে আন্দোলন, চলছে বিক্ষোভ, শুনছি গর্জন বিচারের দাবিতে; করছে সবাই সমস্বরে প্রতিবাদ। কিন্তু ন্যায় আজও অধরা; অনেকদূরে, ঠিক যতদূরে রয়েছে আকাশের চাঁদ।
যে স্টেথোস্কোপ শুনেছে প্রাণের ধুকপুক; যে স্টেথোস্কোপ শুনেছে বুকের অব্যক্ত ব্যথা, সেই স্টেথোস্কোপ আজ নিঃশব্দ, নিঃস্পন্দ। নরভূক হায়না
কেড়েছে সম্ভ্রম, করেছে নির্মমভাবে হত্যা।
ধর্ষণ মানচিত্র হচ্ছে দীর্ঘ থেকে দীর্ঘতর, কাঠুয়া থেকে কেরালা; হাথরস থেকে হায়দ্রাবাদ। উন্নাও, কামদুনি, বানতলা, সিঙ্গুর, নির্ভয়া থেকে অভয়া…
ভারতবর্ষ আজ রক্তাক্ত; নখের আঁচড়ে ফালাফালা।
যে যোনিপথে পাষন্ডদের আগমন, দেখেছে পৃথিবীর আলো, পেয়েছে রূপ রস গন্ধ, সেই পথেই মাতৃজাতি
নির্যাতিতা; নিপীড়িতা, নিগৃহীতা.. রাষ্ট্রের চোখ বন্ধ।
অনেক তো হলো, মোমবাতির আলোও নিভে এল যদি মাতৃগর্ভ হয় স্তব্ধ, জন্ম হবে না কারোর, ধর্ষক কিংবা ধর্ষিতার। বন্ধ হোক এই ধর্ষণতন্ত্র; পৌরুষত্বের আস্ফালন, মাতৃগর্ভ নয় কোনো লাঞ্ছিতার।