T3 ক্যাফে হোলি স্পেশাল এ সায়নী ব্যানার্জী

নেশা
রঙের সাথে রং মিশবে বলে,
আকাশ জুড়ে পলাশ ফুটেছে আজ-
পূবালী হাওয়া আদর মেখেছে গায়ে,
সুর বেঁধেছে অভিসারী এস্রাজ l
শেষবেলায় আবির ছুঁয়েছে ঋতু,
শেষবেলায় আঙুলে জড়ালো ভয়-
লোকে বলে বসন্ত আসলে ঘরে,
এই রং ই নাকি প্রেমের পরিচয় !
আমি তো আবিরে বিভোর থাকি,
রং ভেসে যায় দূর আরো দূরে-
গাছের পাতা ওড়ার অছিলায়
বাঁশিকেই একা শুধু দোষারোপ করে l
রঙের সাথে রং মিলবে জানি,
সাদাকালো সব এলোমেলো দিশাহারা,
মনের চাদরও রঙিন হয়ে যাক,
রূপকথারাও ফিকে রং ছাড়া l
আজ বসন্ত আসুক সকল ঘরে ঘরে
বসন্ত আসুক তোমার আমার চোখে,
রঙের নেশায় মাতাল পৃথিবীকে
প্রেম বলেই জানুক নাহয় লোকে ll