সাতে পাঁচে কবিতায় শীতল বিশ্বাস

নৈমিত্তিক
কতো সহজ,কতো বাঙময়
তবু কথার সাথে কথা হয় না
মাথা নিচু করে যে দাঁড়িয়ে আছে
তার শব্দ হীন কথা গুলো হৃদয় ফুঁড়ে
কলিজা ছিঁড়ে হারিয়ে যায় কিংবা যাবে
কিংবা গেছে
সেই হিসেব নিতে উত্তর না দক্ষিণ
পূর্ব বা পশ্চিম বা দশদিকের হিসেব নয়
বেহিসেবি হাওয়ার দাপট নিভিয়ে দেয়
মানব প্রদীপ–কেঁদে ওঠে দ্রাঘিমার আলো