কবিতায় শান্তনু ভট্টাচার্য

মালিকানা

আমি তোমার বাগানের আপেল খেয়েছি
-হে ঈশ্বর

জ্বালা জ্বালা সারা শরীর জুড়ে শুধু জ্বালা
এ কোন বিষ তুমি লুকিয়ে রেখেছিলে?
নির্বিচার ক্ষরণে এই গ্রহটাকেই করে দিলে নীল

তারপর একদিন সেই গরলের মাঝখান থেকে
টলোমলো পায়ে উঠে দাঁড়ালো– সম্ভাবনা

কেঁদে কেটে চিৎকার করে জানিয়ে দিলো —
একদিন,সে ওই আপেল বাগানের মালি হবে।

Spread the love

You may also like...

error: Content is protected !!