ক্যাফে কাব্যে সিদ্ধার্থ বসু

কোলাহল

অটোকরে গৃহে যাবার পথে

কি শব্দ!
চারিদিক সবাই কত ব্যস্ত!
বন্ধ দ্বন্ধ, দগ্ধ বদ্ধ,
নেইকো শুদ্ধপবনমারুতের স্পর্শ,
নেইকো দিব্যেন্দুজ্যোৎস্নায়ে মাখা নিশিবর্ষ,
দেখিনু তাঁরাকুঞ্জ আজ কৃষ্ণফলক,
দেখিনু নরনারী ক্ষুধায় ব্যাঘ্রভল্লুক,
পথ সদা অচেনা,
সুরে ধনরত্নাভূষণ উজ্জ্বল বিহঙ্গনা,
রবিকরে কেন কোলাহল হলাহল?
শঙ্খ, প্লেটো, বুদ্ধ, ক্যান্ট সব ছেড়ে ঘ্যাঙ্গরঘ্যাঙ!

Spread the love

You may also like...

error: Content is protected !!