ক্যাফে কাব্যে সায়নী ব্যানার্জী

সুর

সুরের সাথে সুর মিলে যায় যদি,
বৃষ্টি নামে আমার পাড়ায় এসে-
ভিজে যাওয়া শুধু কাকতালীয় নয়,
হয়তো, এই অজুহাত কেউ চাইছিলো ভালোবেসে l
জানলা বন্ধ ঘরের কোনো কোণে,
প্রেমের চিঠি জমছে অনেক কাল –
দমকা হাওয়া আগল মেনেছে কবে ?
নিষেধের প্রেম চিরকালই বেসামাল l
তোমার পাড়ায় যে মেঘ গিয়েছে ভেসে,
যে মাটির গন্ধে খোলা চুল মাতোয়ারা-
বৃষ্টির ফোঁটা তোমায় ছুঁয়ে দিলে,
বর্ষা এসে ভেজায় আমার পাড়া l
সুরের সাথে সুর মিলে যায় যদি,
বৃষ্টি আঁচল উড়বেই বারবার-
বেপরোয়া রং আবেগ চিনে গেলে,
প্রেমিকেরা কোনো নিষেধ শোনেনা আর ।।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।