জানিস তো বরাবরই অভিমানী আমি,
তিল থেকে তাল করাটা ঠিক আমার পোষায় না।
অনেকবার বলেছিলাম তোকে, পাত্তা দিস নি তখন।
এখন আর ঠিক আগের মতো নেই।
বড্ড বোকা ছিলাম, অভিমানটা সেরকমই আছে।
রাগ তো হয় প্রচণ্ড, সামলে নিই আবার মাঝে মাঝে ভুলেও যাই ।
ভুলে যাওয়াটা কি হাস্যকর তাই না,
পরিবর্তন হলেও আমার ব্যক্তিত্বের কোন পরিবর্তন হয়নি।
নিজেকে প্রকাশ করতে যাওয়াটাই হয়তো ভুল হয়েছিল।
কাছের মানুষ থাকলে একটু বেশি বকবক করব এটাই তো স্বাভাবিক ।
না, এখন আর সেভাবে গল্প হয় না,
তবে নতুন স্বপ্ন দেখাটা এখনো ছাড়তে পারি নি।
প্রচন্ড লোভী জানিস তো
না না খাবারের না, টাকা-পয়সার না, চাইনা কোন দামি উপহার।
এবার আর ইচ্ছে হলো না ছন্দ মেলানোর,
সাহিত্যটা বরাবরই ভালোবাসি।
অনেকটা এলোমেলো মনে হচ্ছে বল
আসলে সবই তো অব্যক্ত এখন…..,
“কিছুটা থাক না, নিজের কাছে
নাই বা বলা হলো সেভাবে।
কিছুটা নিয়তির খেলা
আর ভাগ্যের পরিহাস বাকিটা। ”
দেখ দেখ, এবার ছন্দ মেলালাম চার লাইনে
থেকে গেল সব অব্যক্ত, প্রকাশ হলো না আর ….
মিথ্যাকে যে সবচেয়ে বেশি ঘৃণা করি,
অব্যক্ত সব, কিছু আর ব্যক্ত করতে চাই না…..,