T3 নববর্ষ সংখ্যায় সঙ্ঘমিত্রা ভট্টাচার্য

নতুন বছরের দু চার কথা
নববর্ষ কথাটি মানেই
একটা ভালোলাগা!
বাঙালির হৃদয় কে ছুঁয়ে যাওয়া।
পরস্পরের মধ্যে শুভেচ্ছা বিনিময়।
বাঙালির অতীত ইতিহাস কে
মনে করবার একটা দিন।
একাংশ বাঙালির বাবু কালচারের আদলে আমোদ প্রমোদের একটা দিন।
হয়তো বাঙালির বারো মাসে তেরো পার্বনের শুভ সূচনা।
আবার এসব কিছু ছাপিয়ে
শুধুই চৈত্ররাত্রি অবসানে বৈশাখের নতুন প্রভাত!
তাই হয়তো এসব কিছু ছাপিয়ে বিন্দু বিন্দু শিশিরের মতো প্রতিটি আম্রপল্লবে জমা হতে থাকা চিরাচরিত কোনো আবেগ!
তাই হয়তো বছর শেষের পাতায় সব দীনতা সব মলিনতা মুছে অগ্নির ধারাস্নানে একটা নতুন বছর কে আহ্বান করার۔۔۔
নতুন চেতনায় রাঙিয়ে নেবার দিন।
পুরোনো দেহ মনের মধ্যে
সেই চিরপরিচিত আমিকে
নতুন করে পাবার,
নতুন করে জাগার,
নতুন উদ্যমে এগিয়ে চলবার!
একটা বার্তা জানানোর শুভ দিন।
তাই প্রতিটি হৃদয়ের হালখাতায় লেখা হোক
নব বৈশাখী দিন।
মুছে যাক জীর্ণ অবসাদ।
বুকের গভীরে মাঙ্গলিক চিহ্নে
আঁকা হোক চেতনার নবমন্ত্র।