T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় শুভজিৎ বোস

আলোর কোরাস
প্রতিদিন রাত হলেই দৃষ্টি ফিরে পাই
খুলে যায় মেঘাবৃত মন,স্বপ্নের শরীরে দেখি কত নিভৃত আগুন!
অথচ রাতের কঠিণ হিসেব যখন ডেকে নিয়ে যায় নষ্ট হতে …
আমি এসে তোমাকে জড়িয়ে ধরি এক অজানা পথের সন্ধানে,
জানি ফেরার পথের সেদিনের পাথুরে রাস্তা আজ মসৃণ গদ্য লেখে,
পাল্টে যায় চোখ,রোদাক্লান্ত পৃথিবী,ভারাক্রান্ত মাটি।
মানুষ নতুন হয়ে ফিরে আসতে থাকে আপন স্বপ্ন গোছাতে গোছাতে,
প্রতিবেশীরা দাঁড়িয়ে থাকে দেখি নিজেকে উৎসর্গ করে কোন এক অনাবিল মায়ায়,
রাত্রিবেলার ঝলসানো ক্ষত ধুয়ে দেয়-চাঁদ শিশির মাখা মমতা ও জোছনায়,
তাকিয়ে দেখি বিভেদের কাঁটাতারের পাশে দ্বীপ গড়েছে মানবিকতা,
সেখানে বিভেদ ডিঙিয়ে ভেদাভেদ মুছে দিচ্ছে ভালবাসার শহর,
মানুষের মাঝখানে সাজানো সকাল গাঁথছে পথ-দেখানো আলোর কোরাস।