কবিতায় সংঘমিত্রা ভট্টাচার্য

এমনি কোনো উদাস রাতে
এমনি কোনো উদাস রাতে আমি পথ হারিয়েছিলাম।
হয়তো কোনো জীবনের খেয়ালে।
ধ্রুবতারা সঙ্গী ছিল সেই দিন।
আর সঙ্গী ছিল আমার প্রেম।
যাকে আমি পেয়েছিলাম অব্যক্ত মাঝে।
কোনো ভাষাহীন মধুরতায়।
সেইসব কাহিনী লেখা আছে হয়তো কোনো প্রস্তরখন্ডে বিষাদগীতিকা হয়ে শত শত শতাব্দীর অন্তরালে।
মনে হয় সেই প্রেম আজও কোনো হাতছানি দেয়।
আকাঙ্ক্ষার ভীরু প্রদীপকে আমি আগলিয়ে চলেছি কত চড়াই উৎরাই।
তবু কোনো অতীতের কায়াহীন চুম্বন স্পর্শের জড়তায় কম্পিত হয়।
অলস সময় ভরে ওঠে কোনো নীরব অভিমানে।
একদিন উল্লসিত যৌবনের রাশি রাশি পুষ্পিত কাননে বসন্ত এসে ধরা দিত সময়কে তুচ্ছ করেই।
আজ তার শূন্য শাখা আভরণহীনতায় মূর্ছিত।
তবু আজও প্রেম থমকে দাঁড়ায় তারা ভরা রাতে পথিকের অপেক্ষায়।
এমনি কোনো উদাস রাতেই আমি পথ হারিয়েছিলাম ধ্রুবতারাকে সঙ্গী করেই।