কবিতায় শান্তনু ভট্টাচার্য

গন্ধের অক্ষর
দীর্ঘদিন পাতা না উল্টানো বইয়ের গন্ধে
খুঁজি হারিয়ে ফেলা প্রেম
যে অক্ষরের উপর দৃষ্টি পড়ে নি কোনোদিন
তার অভিমানের শব্দ-
ঝরা পাতার ভেতরে ভরে
ভেসে যাই উদভ্রান্ত নাবিক।
চলতে চলতে ফেলে আসা কলেজ ক্যান্টিন
জেগে ওঠে ধূসর বন্দর।
কফির গন্ধ সিগারেটের মেজাজ
রক্তে অ্যাড্রনালিন ঢালে
তোমার উড়ে যাওয়া চুল,খসে যাওয়া আঁচল
অনাকাঙ্ক্ষিত ডেজার্ট যেন।
সন্ধ্যাতারার ম্লান আলোয় নৌকার গুলুই পিছিলে যায় নাগরিক সভ্যতার মেমব্রেন ছিড়ে অন্ধকার
পারফিউম হলে-
আমি ব্রাশ দিয়ে বুলাতে থাকি
আমার না লেখা কবিতার অক্ষরে…অক্ষরে।