প্রবাসী ছন্দে মিনহাজ চৌধুরী (বাংলাদেশ)

ভালোবাসি

আমি রোজ ভালোবাসি
ক্লান্তিহীন ভালোবাসি
চারপাশে যা কিছু দেখি
মুগ্ধতা নিয়ে আলগোছে তুলে রাখি

আমি ভালোবাসি সাগর-মহাসাগর
কখনও বা সুউচ্চ পাহাড়
ভালোবাসি খাল-বিল-নদী-নালা
কখনও বা আকাশের মেঘমালা

আমি ভালোবাসি জোয়ার-ভাটা
কখনও বা পূর্ণিমার আলোর ছটা
ভালোবাসি জোনাকির আলো
কখনও বা অমাবস্যার আঁধার কালো

আমি ভালোবাসি পাদদেশীয় পলল সমভূমি
কখনও বা অনুর্বর ধুধু মরুভূমি
ভালোবাসি সতেজ গাছ-গাছালি
কখনও বা সৈকতের স্যাঁতসেঁতে বালি

আমি ভালোবাসি আছড়ে পড়া উন্মত্ত ঢেউ
কখনও বা শান্ত লেকে ভেসে থাকা নৌকাকেও
ভালোবাসি অবারিত ঝর্ণাধারা
কখনও বা আকাশের সন্ধ্যা তারা

আমি ভালোবাসি সবুজ বন
কখনও বা ঝুম বৃষ্টিতে রিক্সায় ভ্রমণ
ভালোবাসি গোধূলির আলোমাখা বিকেল
কখনও বা শীতের স্নিগ্ধ সকাল

আমি ভালোবাসি বীথোভেন-এর জাদুকরী সুর
কখনও বা গ্রীষ্মের তপ্ত দুপুর
ভালোবাসি খোলা মাঠে ঘন কুহেলিকা
কখনও বা আগুনের লেলিহান শিখা

আমি ভালোবাসি বর্ণিল ভুবন
ভালোবাসি মন রাঙানো অপরূপ সৃজন
ভালোবাসি সুন্দর ক্ষণ
সুন্দর প্রকৃতি কিংবা সুন্দর মন।

Spread the love

You may also like...

error: Content is protected !!