T3 ।। কবিতা পার্বণ ।। বিশেষ সংখ্যায় সায়নী ব্যানার্জী

কাহিনী

উপন্যাসের মধ্য ভাগ
পৃষ্ঠা গুলো পরিচিত নয়,
রোদ পোহালে অক্ষরগুলো
আমার গল্পে পৌষ হয় |
চরিত্র গুলো ভীষণ রকম
শীতকাতুরে নিজের ঘরে,
চাদর ওড়ায় হিমেল হাওয়া
পাতার সাথে আবেগ ঝরে l
খোয়াইর মাঠ আনন্দ কুড়ায়
পিঠের নেশায় উনুন সাজে,
উপন্যাসের পাতারা জুড়ে
পৌষ নামে উঠোন মাঝে l
পার্বণ আসে প্রথম পায়ে
উপন্যাসের নতুন মোড়,
গল্প শেষে মাঘের পরশ
শীতকাহিনী আমার- তোর II
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।