সাতে পাঁচে কবিতায় শীতল বিশ্বাস

উৎসব
পুরো শরীর জুড়ে উৎসব-তাই উত্তাপ নেই তাপের
জমে থাকা স্বেদ বিন্দু গুলো বিন্দুমাত্র জারিত হয় না
স্তব্ধবাক্ ধর্মক্ষেত্রে মনুষ্যত্ব লুঠ হচ্ছে নিরন্তর
সূর্য-চাঁদ দুই আশ্চর্য ভাবনা…..
নীহারিকার নদীর জলে ভরে থাকে কতো কতো নক্ষত্র
তবু চাঁদ এবং সূর্য নিয়ে পড়ে থাকে মানুষ ,
সন্ধ্যা তারা আর শুকতারা যে তারা নয়
সেটা কজন ভাবে?