ক্যাফে কাব্যে সৌরিশ বন্দ্যোপাধ্যায়

প্রেম তোমার

প্রেম যদি এক উৎস হয় আলোক রেখার
তবে আমার মনের অন্ধকার ঘুচিয়ে দিও ।
তোমার সাথে দিন ফোরানর গল্প কথায়
একটা ফাগুন আমার মনে ছুঁয়ে দিও ।
উজান আসা মনের কোনে
শ্রাবণ ধারায় বইতে থাকি ।
তোমার আমি তোমার কাছেই
বন্ধকিতে হৃদয় রাখি ।
কখনও যদি পরে মনে
একটা বার তুলে নিও ।
এ প্রেম আমার শুধুই তোমার
তোমার মুঠোয় সামলে নিও ।
মৃত্যু ধুসর আকুতিতে আজ
প্রেম প্রণামী দিয়েই গেলাম ।
তোমার সাথে একটা জীবন
একলা প্রেমেই কাটিয়ে গেলাম ।
মৃত্যু ধুসর আকুতিতে আজ
প্রেম প্রণামী দিয়েই গেলাম ।।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।