ক্যাফে কাব্যে সিদ্ধার্থ বসু

সনেট
যেমতি অহং আত্মজ্ঞানশূন্য বৃত্ত,
তেমতি বৃক্ষ মম উদ্যানে রসহীন:
পঞ্চোপচার দেয়না প্রাণ তাই তব মরুদ্যান!
যোগ সদা জ্ঞানবাণ সর্বভূতেষু শিবহং,
শূন্য সর্ববল্লভ ভিন্ন ছায়াকণ্ঠে;
কেহ কহে কালো, কেহ কহে সাদা,
কেহ নীর নিরাকার নিস্তব্দ নিশিডাক!
কর কেন কোলাহল হলাহল শৈবাল?
সপ্তজ্যোতি তব অভ্যন্তরে রাঙা!
কেন এতো জাতিবর্ণভেদের ডাঙা!
কার নেই রূপরসগন্ধস্পর্শশব্দ প্রকার?
স্বকণ্ঠে কত নারিপ্রেম নারীপিরিত,
কহ তব নারীই জননী ঈশ্বর!
তবে কেন দর্শন ধর্ষণ বর্ষণ চিৎকার!