মার্গে অনন্য সম্মান সঞ্চিতা বাগচী (সেরার সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৯৯
বিষয় – আবেগ / সৎ-অসৎ / দৈনন্দিন
কেমনে সহিবো
ওগো প্রিয় আর সহিতে যে নারি
হৃদয় বেদনা কাহারে বোঝাবো?
অশ্রুভারে আঁখি হয়ে ওঠে ভারি
কহো এ শূন্যতা কেমনে ভরাবো?
হেরি চারিপাশে সকলি রয়েছে
শুধু তুমি নাই নয়ন সন্মুখে,
গভীর শূন্যতা সেথা বিরাজিছে
তখনই হিয়া কেঁদে ওঠে দুখে।।
আছে সরোবর আছে বনতল
তব অভাবেতে তারা সবে ম্লান,
না ফোটে সেথা হাসিয়া শতদল
জলহংসী সেথা করেনা স্নান।।
সুন্দর প্রভাত আজি উদাসীন
তাহাতে কোন না আছে উজ্জ্বলতা,
কাননে কলি বুঝি সৌরভহীণ
অলি মাঝে নাই কোন চঞ্চলতা।।
কেন ছেড়ে গেলে ওগো প্রিয়তম?
চিরদিন তুমি রবে মোর পাশে,
শপথ করেছো হাত ধরে মম
ভুলিলে তাহা কোন সে অভিলাষে?
ঝরা বকুল সম ঝরিনু ধূলায়
তুমি দেখিলেনা তুমি শুনিলেনা,
কতো কাঁদিয়া ডাকিনু গো তোমায়
তুমি চলে গেলে আর ফিরিলেনা।।
গভীর শূন্যতা সেথা বিরাজিছে,
তখনই হিয়া কেঁদে ওঠে দুখে।।
আছে সরোবর আছে বনতল
তব অভাবেতে তারা সবে ম্লান,
না ফোটে সেথা হাসিয়া শতদল
জলহংসী সেথা করেনা স্নান।।
সুন্দর প্রভাত আজি উদাসীন
তাহাতে কোন না আছে উজ্জ্বলতা,
কাননে কলি বুঝি সৌরভহীণ
অলি মাঝে নাই কোন চঞ্চলতা।।
কেন ছেড়ে গেলে ওগো প্রিয়তম?
চিরদিন তুমি রবে মোর পাশে,
শপথ করেছো হাত ধরে মম
ভুলিলে তাহা কোন সে অভিলাষে?
ঝরা বকুল সম ঝরিনু ধূলায়
তুমি দেখিলেনা তুমি শুনিলেনা,
কতো কাঁদিয়া ডাকিনু গো তোমায়
তুমি চলে গেলে আর ফিরিলেনা।।