অন্য আরও অনেকের মতো আমারও দু’চোখ স্বপ্নে ভরা,
জানিনা সেগুলো হবে কি পূরণ, নাকি রয়ে যাবে চির অধরা!
যেদিন প্রীতি-বন্ধনে আবদ্ধ হবে বিশ্বমানব সকল
সেইদিন আমার স্বপ্নগুলো অর্ধেক হবে সফল।
যেদিন ফুটপাতকে ঠিকানা করতে বাধ্য হবেনা কেহ,
যেদিন পেটের দায়ে কোনো রমণী বিকোবে না তার দেহ,
যেদিন বৃদ্ধাশ্রম যত আছে সব তালাবদ্ধ হবে,
যেদিন একের প্রয়োজনে অপর সবাই দু’হাত বাড়িয়ে দেবে,
যেদিন ধর্মের নামে বিধর্মীকে হত্যা করবে না কেউ,
যেদিন জাতিবিদ্বেষ শেষ হবে, বইবে ভালোবাসার ঢেউ,
যেদিন বিশ্বজুড়ে মানবতা আর সাম্য প্রতিষ্ঠা পাবে,
সেইদিনই জেনো আমার সকল স্বপ্ন পূরণ হবে।