রবীন্দ্র জয়ন্তী স্পেশাল – এ শীতল বিশ্বাস

হে রবিঠাকুর

রবিঠাকুর রবিঠাকুর
ছাতিম তলায় কে
যার আলোর ছটায়
বাংলা ভাষায়
উজল মোরা যে
এতো ভীষণ এত্তো ভীষণ
বাংলা ভাষার আশে
দারুণ দহন
কঠিন দাহন
তবু পরাকাশে
জনম থেকে মরণ
থেকে সবতাতেতেই তুমি
আজ পঁচিশে
তব আশিসে
তোমার চরণ চুমি
ফুলের পারা নয় গো তুমি
সত্যি তুমিই ফুল
তোমার বাসে এই বোশেখে
হৃদ কমল রাতুল

Spread the love

You may also like...

error: Content is protected !!