T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় শংকর ব্রহ্ম
by
·
Published
· Updated
আমি ও রবীন্দ্রনাথ
তোমার ছবির সামনে দাঁড়ালে
বুকটা গর্বে ফুলে ওঠে,মনটা ভরে যায় আনন্দে,
কিন্তু মাথা আপনিই নত হয়ে আসে।
তোমার কথা ভাবলে নিজেদের ক্ষুদ্রতা প্রকট হয়ে পড়ে।
তুমি আমাদের প্রেম,তুমি আমাদের মুক্তি
তুমি আমাদের শান্তি।
তোমাকে নিয়ে যত কথাই বলি মনে হয়,
বলা হল না কিছুই
তোমাকে যতই জানি মনে হয়,
জানা আরও রয়ে গেল কত বাকী।
তোমাকে বুঝতে বুঝতে একটা জীবন আমাদের ফুরিয়ে যাবে অনায়াসে,
কিন্তু তোমাকে জানা আমাদের ফুরাবে না কিছুতেই।