ক্যাফে কাব্যে শুভঙ্কর বিশ্বাস

আটপৌরে
তোমার দ্বিতীয় প্রেমিক হবো জেনেও ছুটে গেলাম,
তুমি কাছে ডাকলে
শরীর শক্ত হয়ে ক্ষয়ে যাওয়ার পর যা অবশিষ্ট থাকে তা কেবল মন,
তুমি মনের ঠোঁটে ঠোঁট রাখলে
, চুলে বিলি কেটে দিলে,
আমি ক্লান্ত দিনের শেষে ফিরলে
আমায় আসন পেতে দিলে
,গেলাসে জল দিলে ভাতের থালা এগিয়ে দিলে,
বিষম খেলে পিঠে আঙ্গুল ছোঁয়ালে….
তারপর আমি অমৃতের আশায় সমুদ্র মন্থনে গেলাম ,
অথচ বিষে বিষে হলাম নীলকন্ঠ,
আর তুমি অগাধ অমৃতের অধিষ্ঠাত্রী হয়ে রইলে আজীবন ।।