|| নারীতে শুরু নারীতে শেষ || বিশেষ সংখ্যায় সরস্বতী বিশ্বাস

নারী না নীড়
জন্ম থেকেই শুধু নানা অজুহাত,
প্রমাণ করার চেষ্টা চলছে দিনরাত।
ছোট্ট নীড়,বুনছে অনেক আশা
বছর ২০পর বাঁধতে হবে নতুন বাসা।
স্বপ্ন তার আকাশ ছোঁয়া,
গোধূলি বিকেলে ক্লান্ত পাখা।
কিছু সুযোগ আসছে কাছে
হারিয়ে যাচ্ছে মনের মাঝে।
বার বার উঠে দাড়াচ্ছে সে
মেকি সভ্যতার উড়ন্ত তেজে।
রক্ত ঝরছে নিজ নীড় খোঁজে
বলবে না কেউ, তুমি স্বাধীন হবে।
এগিয়ে চলো,আসুক বাধা যতই,
লোকের তো কাজই কথা শোনানই।
পারবে তুমি করতে সব,চাও যা
শুধু পাশে থাক, তোমার সত্তা।