T3 || দোল পূর্ণিমা স্পেশাল || এ লিখেছেন শান্তা বন্দ‍্যোপাধ‍্যায়

ঋতুরাজ বসন্ত 

ঋতুচক্রের আবর্তনে
আবির্ভূত ঋতুরাজ বসন্ত,
শীতের দরজায় কড়া নাড়ে বসন্ত,
পলাশের লালরঙে রাঙানো বসন্ত।
ফাগুনের রঙ লেগেছে প্রকৃতিতে
দখিনা বাতাস বইছে প্রকৃতিতে।
মাধবীলতা আর শিমুলের লাললাল ফুল
রাতের আকাশের তারারা যেন সাদা জুঁইফুল।
গাছে গাছে কোকিলের কুহু কুহু রব
ফুলে ফুলে মৌমাছির গুনগুন স্বর।
বসন্তের আগমন দোলা দেয় মানুষের মন,
পত্র-পুষ্পে উজ্জ্বল হয় সবুজ বন।
আমের শাখায় উঁকি মারে নতুন মঞ্জরি,
সরষের হলুদ বনে প্রজাপতির লুটোপুটি।
সুরভিত বসন্ত ঋতু উৎসবমুখর,
বাসন্তীপূজা দোলযাত্রায় প্রাণবন্ত সব।
সারা বিশ্বে বসন্তকাল অতি সমাদৃত,
আমাদের এখানেও ‘ভালোবাসা দিবস’ হয় পালিত।
বসন্তের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি,
হিন্দুদের আরাধ‍্য দেবাদিদেব শিবের মহারাত্রি।
” ওঁ নমঃ শিবায় শান্তায় কারুণাত্রায় হেতবে
নিবেদিতামি চাত্মানং ত্বং গত্বিং পরমেশ্বরম্ “।
ফাল্গুনী পূর্ণিমায় পালিত দোলযাত্রা উৎসব, দোলপূর্ণিমার এই উৎসবের নাম বসন্তোৎসব।
দোলের দিন আবিরে রাঙিয়ে দিই সবাইকে
জীবনানন্দের কবিতার মত অপলক চাঁদ গগনে।
হোলি উৎসবে মাধবের রঙ খেলা,
ব্রজলীলার শ্রেষ্ঠ লীলা দোললীলা।
বাঙালীর প্রিয় উৎসব দোলউৎসব,
রবিঠাকুরের শান্তিনিকেতনে বসন্তোৎসব।
নৃত‍্যগীতাদিতে প্রাণবন্ত এই বসন্তোৎসব,
পরিচিত সংস্কৃতিতে সমৃদ্ধ বসন্তোৎসব।
শচীনন্দন মহাপ্রভুর জন্মতিথি এই পূর্ণিমা
চৈতন‍্যমহাপ্রভুর জন্মহেতু এই দিন গৌরপূর্ণিমা।
বসন্তে প্রকৃতি সেজে ওঠে বর্ণিল সাজে,
আমাদের চারদিকে আনন্দের গান বাজে।।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।