স্মরণে লতাজী তে শীতল বিশ্বাস

তোমার সুরে
এই চলে যাওয়ায় ফিরে আসা নেই
এই চলে যাওয়া শুধুই চলে যাওয়া
চলে যাওয়া সরগমেরই স্রোতে
এখন মোদের সেই সাগরেই নাওয়া।
মা সরস্বতী সুরের মূর্ছনাতে
বীণাপানি আজকে গেলেন চলে
সত্যিই কি তারা ছিলেন বোন
তাই কি নজর ঝাপসা হচ্ছে জলে
জীবন যেমন যাপিত হবার হবে
যাপিত হওয়াই জীবনের তো স্বভাব
ইচ্ছে ডানার সদিচ্ছারই ছায়ায়
সব কি আছে,কিছুরই কি নেই অভাব
যাচ্ছে চলে কায়ার সাথে ছায়া
ছায়ার সাথে কায়ার কতো মিল
বাড়বে আজই আকাশের এক তারা
সবতাতেতেই আজকে হবে ভুল
গহীন রাতে আকাশের নীল হ্রদে
বইবে যখন ঝালর দোলানো হাওয়া
তাহার আস্য মেঘের রূপে আঁকা
এই ধরণী তোমার সুরে,তোমারই গান গাওয়া।