হৈচৈ কবিতায় সান্ত্বনা ব্যানার্জী
কল কাকলি
ক’ দিন থেকেই ভাবছি আমি কলকাতা যাবো,
কচি কচি পেয়ারা আর ঘটি গরম খাবো।
কমলা লেবু মিষ্টি ভারি বড্ডো ভালোবাসি।
কটু কথা দেয় যে ব্যাথা চোখের জলে ভাসি।
কলকাতাতে চলে যে ভাই বিরাট বিরাটগাড়ী,
কত বড়ো পার্ক আছে আর উচুঁ উচুঁ বাড়ী।
কপিল দেবের বিশাল ছবি ওই যে আছে রাখা,
কলের গান বাজছে ভালো ঘুরছে জোরে পাখা।
কলকলিয়ে বইছে নদী বাঁধানো তার ঘাট।
কলার ঝুড়ি নৌকো বোঝাই পাড়ে খেলার মাঠ।
কপি মুলো গাজর পালং নৌকো হলো ঠাসা
কবি মানুষ, কলম হাতে বুকে ভালোবাসা।