কবিতায় সন্তোষ ভট্টাচার্য
অদ্য নয়
প্রিয়, তোমাকে রাখবো ঘরে
অদ্য শক্তির পরাজয়
অপসৃয়মান সন্ন্যাসী মেঘ ঢাকে
অজ্ঞাত পরিচয়।
প্রিয়, লুব্ধক ধবল উত্তরীয়
সোনামুখে বলে একটা দুঃখ চাই
দধিচি অর্থে বজ্রই তবে হবে
বুক পেতে নির্ভয়।
জয় চাই প্রিয়, অমাবস্যার জয়
প্রতিপদে হবে নিশিযাপনের খেলা
অগ্নির বেশে রুদ্রের অভিসার
মরি তবে এইবেলা?
অভ্র কুজনে বিচ্ছেদ পথচারী
মধু চুম্বনে দেখে নিও চাঁদ মুখ
সাপটানো পাখা ঝড়ে গুঞ্জিত নাভি
প্রিয়, শীলিত পরিচ্ছদ।
প্রিয়, ভালোবাসবার সময় অদ্য নয়
অদ্যই শেষ রজনী যাত্রাপালা
হলাহল দাও চুমুকেতে করি পান
আনো স্তিমিত সারাৎসার।
দেখে যেও প্রিয়, শক্তির পরাজয়
মৃত্যুর পরে নাহয় এটুকু সুখ
ভালোবাসবার সময় অদ্য নয়
ভবিষ্য উন্মুখ।