সাতে পাঁচে কবিতায় শীতল বিশ্বাস

এক টুকরো গল্প
এক টুকরো শুখা লংকা ফোড়নে বেশ
গ্রীষ্ম দুপুরে এক খন্ড সাদা মেঘ
শেষ পাতে টক দই এবং একটুখানি অম্বল
মেঘের আঁচল চলকে বৃষ্টি ঠান্ডা করে ধরিত্রী
তৃষিত চাতক আকাশে মেঘ খোঁজে
সোঁদা গন্ধ আবিল হয় বাতাস
পান্তা ভাতে কাঁচা লংকা খিদমতদারী করে ক্ষিদের
রাতের পাহারাদার খদ্যোৎ খুঁজে ফেরে আঁধারের গ্লানি—
শুকতারা সরিয়ে সূর্য ওঠে পাখির ডানায়
দিগন্ত বিস্তৃত নীল জেগে ওঠে
সক্রেটিসের চোখে বেণীআসহকলায়
স্বপ্ন সক্রিয় হতে থাকে—-