মার্গে অনন্য সম্মান শুক্লা বিশ্বাস (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

পাক্ষিক প্রতিযোগিতা পর্ব – ২১
বিষয় – ভ্রাতৃদ্বিতীয়া

শুভ দিনে

দীপাবলির রাত পোহালো, দিবাকরের আলো,
আগামী দিন ভাইদ্বিতীয়া স্নেহের আঁখি মেলো।
কার্তিক মাসে শুক্লা তিথি ভাই দ্বিতীয়া আসে,
ভাই ও বোনের শুভ উৎসব সুখ পরশে ভাসে।
ভোরের শিশির তুলে রাখি সূর্য ওঠার আগে,
সিনান সেরে দূর্বা তুলে সাজাই নানা ভাগে।
শিশির জলে চন্দন বেটে কপালে দেই ফোঁটা,
কাজল কালি নজর বাঁচায় যম দুয়ারে কাঁটা।
ভাই সকলেই শান্ত হয়ে বসে আসন পেতে,
বরণ ডালা সাজায় বোনরা খুশি মনে মেতে।
ভাইয়ের মঙ্গল,উপবাসে বোনেরা ব্রত করে,
হাজার বছর পরমায়ু স্নেহের ভাইয়ের তরে।
চিরবন্ধন ভাই বোনেদের অমোঘ নিয়ম ধারা,
সকল প্রীতির উর্দ্ধে বিরাজ সুখে আত্মহারা।
কপাল জুড়ে তিলক এঁকে যমকে দেবো কাঁটা,
সুখে থাকুক রাজা ভাইটি সাজাই মিঠে বাটা।
কত ভাই আজ সীমান্ত পাড়ে নীরব পাহারায়
মঙ্গল করো ঈশ্বর তুমি একান্তে প্রার্থনায়।
পথের পাশে জন্ম হয়েও দিচ্ছে ভাইকে ফোঁটা
যম দুয়ারে অগাধ বিশ্বাস দিয়েই তাঁদের কাঁটা
ভাইবোনেদের মিলন উৎসব শাশ্বত সুন্দর ভোর,
ভাই দ্বিতীয়ার শঙ্খ নিনাদ খুলুক নির্ভয়ের দোর।
রক্ষা করবেই বোনের সম্মান শপথ নেবার পালা,
হেমন্তের রূপ দিগন্তে ওই সাজানো বরণ ডালা।
সকল ভাইয়ের জন্যে আজি পাঠালাম আমন্ত্রণ
আমার ঘরের দরজায় এসো দেবো তিলক চন্দন।
কাজল কালি এঁকে দেবো ভাইয়ের ললাট পাশে
যম যমুনার মন্ত্র পাঠে দই-ফোঁটা সুখের আশে।
“ভাইয়ের কপালে দিলাম ফোঁটা
যম দুয়ারে দিয়ে কাঁটা
যমুনা দেয় যমকে ফোঁটা
আমি দেই আমার ভাইকে ফোঁটা”
কন্যা বাঁচুক প্রতি ঘরেই জ্বালিয়ে মঙ্গল রীত
সনাতনী প্রথায় জাগুক নব জাগরণীর ভিত।
পৃথিবীতে জেগে থাকুক ভাই বোনের সম্প্রতি
প্রতি ঘরে পালন পর্বে ভাই দ্বিতীয়ার তিথি।।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।